শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন

কুড়িগ্রামে ঢাকাগামী বাস তল্লাশী করে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে ঢাকাগামী বাস তল্লাশী করে ৬কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস কুড়িগ্রাম ‘মজিদা আদর্শ ডিগ্রী কলেজ’ সংলগ্ন রাস্তায় তল্লাশি করে নাগেশ্বরী উপজেলার হুর কাটারী গ্রামের মাদক কারবারি মোঃ মুকুল (২০) ও শুকাতি বোর্ডঘর গ্রামের মোহাম্মদ নূরনবী সরকার (৩৫)কে যাত্রী সেজে ব্যাগে থাকা ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞেসায় তারা জানায়, দীর্ঘদিন থেকে দেশের বিভিন্ন জায়গায় কৌশলে মাদক পরিবহন করে আসছিল।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে কুড়িগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com