বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলা অবস্থায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ মার্চ) গভীররাতে উপজেলার বুড়াবুড়ি বাজারের একটি স্টুডিও দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বুড়াবুড়ি বাজারে একটি স্টুডিও এর দোকানে জুয়া খেলার সময় ফকির মোহাম্মদ গ্রামের মোঃ রুহুল আমীন (৩৫), মোঃ ওবায়দুল ইসলাম (২৮), বোতলা গ্রামের শ্রী বকুল সেন (৩৩), বুড়াবুড়ি মুন্সি পাড়ার মোঃ এরশাদ আলী (৩৩) ও বুড়াবুড়ি কামারপাড়ার মোঃ বাবলু রানা (৩৫) কে জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ অর্থসহ গ্রেফতার করা হয়।
এবিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।