বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন

কিডনী রোগে আক্রান্ত বিলকিস বাচঁতে চায়!

বাঘা(রাজশাহী)প্রতিনিধি॥ দীর্ঘদিন অসুখের সাথে লড়াই করে এখন সকলের সাহায্যে বাঁচার আকুতি স্বল্প বয়সের স্বামী পরিত্যাক্তা এক নারির। ৩ বছর অসুখে ভোগার পর গত বছরে তার কিডনীর অসুখ ধরা পড়েছে। ৩মাস পর পর ২ব্যাগ করে রক্ত দিতে হয়েছে। টাকার অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে না পারায় বর্তমানে তার দুটো কিডনীই অকেজো হয়ে গেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কিডনী বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ একেএম মনোয়ারুল ইসলাম তাকে চিকিৎসা দিচ্ছেন। চিকিৎসকের পরামর্শে সপ্তাহে ১বার ডায়ালাইসিস করার প্রয়োজন। কিন্তু অর্থের অভাবে বর্তমানে সেটিও করাতে পারছেনা। সাহায্য নিয়ে ৫ মাস আগে ১১ হাজার টাকা খরচ করে ডায়ালাইসিস করিয়েছে। সংকটাপন্ন অবস্থায় গত মাসের ২৭ তারিখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে গত রোববার (১-৪-১৮) আরেকবার ডায়ালাইসিস করিয়েছে। খরচের এই টাকা যোগাড় করেছেন, পাশের স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও হাটবাজার থেকে সাহায্য নিয়ে। ১৪ দিন পর ডায়ালাইসিরে জন্য যেতে বলেছেন চিকিৎসক। পরিবারের পক্ষে চিকিৎসার বিশাল ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এখন হৃদয়বান মানুষদের দিকে তাকিয়ে। সবার কাছে তার ও পরিবারের আকুতি, হৃদয়বানদের বিন্দু বিন্দু সাহায্য থেকে গড়ে ওঠতে পারে স্বপ্নের মহাসাগর। কিডনি রোগে আক্রান্ত বিলকিস বানু, রাজশাহীর বাঘা উপজেলার বাজু বাঘা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের নাসির উদ্দীনের মেয়ে।

বিলকিসের মা মনোয়ারা জানান, সপ্তম শ্রেণীতে পড়াকালিন সময়ে তার বিয়ে দেন। বিয়ের পর স্বামী পরিত্যাক্তা হয়ে ৩ মাসের ছেলেকে নিয়ে তার বাড়িতে আসে। ছেলে সোহান দশম শ্রেণীতে লেখাপড়া করছে। অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরায়। মেয়ের চিকিৎসা করাবো কিভাবে। একই কারণে সাহায্যর জন্য ব্র্যাকেও হিসাব খুলতে পারেননি। তাই ভুক্তভোগীর পরিবার তার চিকিৎসায় আর্থিক সাহায্যের জন্য সবার সহযোগিতা কামনা করছেন নিজের মুঠোফোনের ০১৭৩৮৭৩৯৯৩৪ এই বিকাশ নম্বরে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com