বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি::
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রোববার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই করা হয়। যাচাই বাছাই শেষে উপজেলা নির্বাচন অফিসার মেহেদি হাসান ৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
বৈধ প্রার্থীরা হলেনÑআওয়ামী লীগের দলীয় নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফ, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের সেজো ভাই এনামুল হক ইমান (স্বতন্ত্র) ও সাবেক মেয়র যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান বিজু (স্বতন্ত্র)।
উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসান জানান, কালীগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে অংশ নিতে উপরোক্ত ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তফসিল অনুয়ায়ী রোববার বেলা সাড়ে ১১ টায় প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। যাচাই বাছাইয়ে ৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
তিনি জানান, আগামি ১০ ফেব্রুয়ারি প্রত্যাহার, ১১ ফেব্রুয়ারি প্রতিক বরাদ্দ ও ২৮ ফেব্রুয়ারি ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৮ হাজার ৪৮৪ জন।
প্রসঙ্গত, গত ২২ সেপ্টেম্বর মেয়র আলহাজ্ব মকছেদ আলী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এ কারণে মেয়র পদটি শুণ্য হয়ে যায়।