বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

কালীগঞ্জে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

ঝিনাইদহ প্রতিনিধি::

“পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন” এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে কালীগঞ্জ থানা পুলিশ এ র‌্যালীর আয়োজন করে। র‌্যালীটি থানা চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালীতে ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার, উপজেলা চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউনুচ আলী, ওসি তদন্ত আতিকুর রহমান, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ থানা পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com