বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন

কালিয়ায় স্কুলছাত্র তামজিদ হত্যা মামলায় আসামিরা খালাশ

নড়াইল প্রতিনিধি:: নড়াইলের কালিয়ায় ক্রিকেট খেলতে গিয়ে সতীর্থ খেলোয়াড়ের ব্যাটের আঘাতে স্কুলছাত্র মো. তামজিদ খন্দকার (১৫) ২০১১ সালের ১৫ মার্চ চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলার ৫ আসামির সকলকেই বেকসুর খালাশ দিয়েছেন আদালত।

দীর্ঘ সাড়ে ১০ বছর পর বৃহস্পতিবার নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. কেরামত আলী আসামিদের খালাশের এ আদেশ দেন।

আসামি পক্ষের আইনজীবি অ্যাড. কাজী বদরুল আলম জানান, কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামের স্থানীয় ছেলেদের ক্রিকেট খেলার সময় বিগত ২০১১ সালের ১২ মার্চ বিকালে ওই গ্রামের তৈয়ব খন্দকারের ছেলে কলাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র তামজিদ তার সহপাঠী সতীর্থ খেলোয়াড় একই গ্রামের তারিকুল ইসলামের ছেলে আমিনুর রহমানের ব্যাটের আঘাতে আহত হয়। পরদিন তাকে হাসপাতালে ভর্তি করা হলে ১৫ মার্চ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মামলাটি নড়াইলের অতিরিক্ত জেলা জজ আদালতে বিচারের জন্য ন্যস্ত হলে আদালত ১৬ স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে গত বৃহস্পতিবার আসামীদেরকে বেকসুর খালাশ প্রদান করেছেন।
বাদি পক্ষে মামলাটি পরিচালনা করেন, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড. নূর মহম্মাদ ও অ্যাড. মো. তোজাম্মেল হক। রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অ্যাড. নুর মহম্মাদ মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com