রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন

কালিয়ায় যুবলীগ নেতাকে হত্যা চেষ্টা

নড়াইল প্রতিনিধি::

নড়াইলের কালিয়ায় পূর্ব শত্রুতার জেরে উপজেলার পুরুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সম্পাদক তছলিম মোল্যার ডান পায়ের রগ, হাড় ও ডান হাতের আঙ্গুলসহ শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে গুরুতর জখম করেছে স্থানীয় বিএনপি’র দলীয় প্রতিপক্ষরা। জেলা বিএনপি’র সদস্য ও উপজেলা বিএনপি’র সমবায় বিষয়ক সম্পাদক এবং ৭নং ওয়ার্ড ইউপি সদস্য এনামুল হক এনা সঙ্গে সাবেক ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা বিল্লাল হোসেনের পূর্বশত্রুতা চলে আসছিল। তজলিমকে গুরুতর জখমের কারণে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (১০ অক্টোবর) সন্ধায় কালিয়া উপেজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা বিএনপি’র সদস্য ও উপজেলা বিএনপি’র সমবায় বিষয়ক সম্পাদক এবং ৭নং ওয়ার্ড ইউপি সদস্য এনামুল হক এনা সঙ্গে সাবেক ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা বিল্লাল হোসেনের পূর্বশত্রুতা চলে আসছিল। উপজেলার রঘুনাথপুর বাজার সংলগ্ন কওমী মাদ্রাসার সামনের মোড়ে সাবেক চেয়ারম্যান বিল্লালের ভাই ও যুবলীগ নেতা তজলিম শনিবার সন্ধ্যায় পৌঁছালে বিএনপি নেতা এনামুল হক এনার নেতৃত্বে মাহাবুব, জসিম শিকদার, সিদ্দিক ফকিরসহ ২৫/৩০ জনের একটি সংঘবদ্ধ দল পূর্ব পরিকল্পিতভাবে ওৎ পেতে থেকে হত্যার উদ্দেশ্যে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তার ডান পায়ের হাড় ও রগ কুপিয়ে কেটে দেয়াসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুত্বর জখম করে। এ ঘটনার পর দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয়পক্ষের অন্তত ১০জন আহত হয়। তছলিম ও মহসিন মোল্যাকে নড়াইল সদর হাসপাতাল থেকে শনিবার রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বাকিদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ প্রসঙ্গে কালিয়া থানা অফিসার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ‘স্থানীয়রা যুবলীগ নেতাসহ দু’জন খুলনায় চিকিৎসাধীন আছেন। তবে পুলিশের কাছে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com