সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৭ অপরাহ্ন

কালিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

নড়াইল প্রতিনিধি::

নড়াইলের কালিয়ায় ডিবি পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী জাকির হোসেন নামে একজন গ্রেফতার হয়েছে।

শুক্রবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় কালিয়া উপজেলার বড়নাল বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে কালিয়া উপজেলার চন্ডিনগর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, ২০১৭ সালের ২৮জুন বেনাপোল ভবেরবেড় এলাকায় হেরোইনসহ আটক হয়। ওই ঘটনায় তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়। দীর্ঘদিন বিচারিক প্রক্রিয়া শেষে যশোর তৃতীয় জেলা ও দায়রা জজ আদালত জাকিরের অনুপস্থতিতে চলতি বছরের ১২মার্চ যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের পাশাপাশি ১০হাজার টাকা জরিমানার আদেশ দেন।

এ সংক্রান্ত গ্রেফতারি পরয়ানা পেয়ে ডিবি নড়াইল ইউনিটের এএসআই মো. আনিসুজ্জামানের নেতৃত্বে শুক্রবার জাকিরকে গ্রেফতার করতে সক্ষম হয়। রাতেই তাকে যশোর পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com