সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৮ অপরাহ্ন
নড়াইল প্রতিনিধি::
মাদকদ্রব্য সেবনের অপরাধে নড়াইলের কালিয়ায় বাবা ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন। উপজেলার পুরুলিয়া ইউপি’র রঘুনাথপুর গ্রামের ফরিদ শেখের বড় ছেলে মো. ইব্রাহিম শেখকে (২৫) সোমবার রাতে নিজ বাড়ীতে মাদক সেবনের দায়ে আটকিয়ে রাখেন।
পরেরদিন মঙ্গলবার সকালে তাকে কালিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করে। পুলিশ তাকে ওইদিন কালিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জহুরুল ইসলাম এর আদালতে হাজির করলে ৬মাসের কারাদন্ড ও ৫’শ টাকা জরিমানার আদেশ দেন।
পরে পুলিশ তাকে মঙ্গলবার দুপুরে নড়াইল কারাগারে প্রেরণ করে।