সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন

কালিয়া পৌরসভার বাজেট ঘোষণা

নড়াইল প্রতিনিধি:: নড়াইলের কালিয়া পৌরসভার আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৬ জুন) দুপুরে কালিয়া পৌরসভার কার্যালয়ের সভাকক্ষে এ বাজেট ঘোষণা করা হয়।

বাজেটে আগামী অর্থবছরে আয় দেখানো হয়েছে রাজস্ব খাতে ২ কোটি ১০ লক্ষ ৬০ হাজার টাকা, ব্যয় দেখানো হয়েছে ২ কোটি ১১ লক্ষ ৪৫ হাজার ৬ শত টাকা, এডিপি ও প্রকল্প সহায়তা হতে সম্ভাব্য আয়- ৪ কোটি ৫৭ লক্ষ ৩৬ হাজার টাকা, ওই একই খাতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৬৬ লক্ষ টাকা।

এছাড়া আগামী অর্থবছরে বিশ্ব জলবায়ু প্রভাব মোকাবেলায় বন ও পরিবেশ অধিদপ্তরের অধীন ১ কোটি ৫০ লক্ষ টাকার সোলার সিসটেম সড়ক বাতির কাজ বাস্তবায়ন হবে বলে বাজেটে উল্লেখ করা হয়েছে। কালিয়া পৌরসভার মেয়র মো.ওয়াহিদুজ্জামান হীরার নির্দেশে বাজেট উপস্থাপন করেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। বাজেট বক্তৃকাকালে পৌর মেয়র বলেন, ‘কালিয়া পৌরসভার বাসিন্দাদের জীবন-যাপনের মানউন্নয়নে পৌর পরিষদকে সঙ্গে নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’

বাজেট ঘোষণা অনুষ্ঠানে কালিয়া উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহা, সহকারী কমিশনার (ভুমি) প্রদীপন রায় (দীপন), কালিয়া থানার ওসি (তদন্ত) রতনুজ্জামান, কালিয়া প্যারী শংকর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপ্তি রানী বৈরাগী, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, কালিয়া প্রেসক্লাবের প্রতিনিধি শেখ ফসিয়ার রহমান, পৌর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com