মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন

কালিয়ায় প্রতিপক্ষের হামালায় স্বেচ্ছাসেবক নেতা খুন

এস এম আলমগীর কবির, নড়াইল প্রতিনিধি:: নড়াইলের কালিয়ায় প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ শেখ (৪৬) নামের এক নেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মাসুদ শেখ কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন শাখার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন। তিনি একই উপজেলা ও ইউনিয়নের শুক্তগ্রামের মৃত সবর শেখের ছেলে। এলাকায় এ খুনের ঘটনাকে বেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ তৎপর রয়েছে।

জানা যায়, সোমবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার শুক্তগ্রামে হাডুডু খেলাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে বিরোধের সৃষ্টি হয়। পরে সেটি খেলার মাঠেই প্রভাবশালী ব্যক্তিদের হস্তক্ষেপে বিষয়টি মিমাংসা হয়। কিন্তু পরবর্তীতে রাত সাড়ে ৯ টার দিকে খেলার মাঠ থেকে নিজ বাড়িতে ফেরার পথে প্রতিপক্ষের লোকজন স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদকে দেশীয় অস্ত্র ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে তার মৃত্যু হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রয়েছে।

নিহত মাসুদের ছোট ভাই ওমর সানী শেখ জানান, তার বড় ভাই মাসুদ মাদক বেচাকেনায় বাঁধা দেয়ায় শুক্তগ্রামের সুজন খানের (১৮) নেতৃত্বে মাসুদকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ হামলায় ওয়াকিল, হুমায়ুন, মান্দার, জসিম, আকবার, হাফিজুরসহ অনেকে জড়িত বলে অভিযোগ করেন নিহতের ছোট ভাই ওমর সানী শেখ। মাসুদের মাথায় কোপসহ বুক, হাত ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে।

কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিবেশ শান্ত রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com