বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন

কালিয়ায় নৌকা ও লাঙ্গলের প্রার্থীকে জরিমানা

নড়াইল প্রতিনিধি:: একই ইউনিয়নে একাধিক নির্বাচনী প্রচার কেন্দ্র স্থাপন করে প্রচার-প্রচারণা চালিয়ে আচরণবিধি লঙ্ঘন করায় নড়াইল-১ আসনের নৌকার প্রার্থী ও লাঙ্গলের প্রার্থীকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

কালিয়ার সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রদীপ্ত রায় দীপন পরিচালিত ভ্রাম্যমান আদালত এ জরিমানা করেন।

মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে তিনি উপজেলা খাশিয়াল ইউনিয়নে অভিযান চালিয়ে ওই দুই প্রার্থীকে জরিমানার আদেশ দেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা অনুযায়ী কোন প্রার্থী একটি ইউনিয়নে একটির বেশী নির্বাচনী প্রচার ক্যাম্প স্থাপন করতে পারবেন না। কিন্তু নৌকার প্রার্থী বর্তমান এমপি বিএম করিরুল হক মুক্তি ও লাঙ্গলের প্রার্থী মো. মিল্টন মোল্যা খাশিয়াল ইউনিয়নে একাধিক নির্বাচনী প্রচার ক্যাম্প স্থাপন করে নির্বাচনী আচরণ বিধিমালার ২০০৮ এর ১০ (ঘ) বিধি লঙ্গন করে প্রচার কাজ চালানোর প্রমান পান। এ কারণে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। নির্বাচনকালীন সময়ে এই অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানিয়েছেন।

কালিয়ার ইউএনও ও নড়াইল-১ আসনের সহকারি রিটার্নিং অফিসার রুনু সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, আচরণবিধি মেনে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে সকল প্রার্থীকেই বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com