শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন
এস এম আলমগীর কবির, নড়াইল প্রতিনিধি:: নড়াইলের কালিয়ার বড়দিয়া অঞ্চলের শিক্ষক ও কর্মচারীরা তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় বড়দিয়া মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজ গেটে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
৭৫% উৎসব ভাতা, ২০% বাড়িভাড়া ও ১ হাজার ৫০০ টাকা মেডিকেল ভাতা প্রদানসহ তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন ও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকরা। বড়দিয়া হাই স্কুলের শিক্ষক সিহাব খানের সঞ্চালনায় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোল্যা সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বক্তব্য রাখেন।
বক্তারা সরকারি শিক্ষকদের সঙ্গে বেতন বৈষম্যের অবসান দাবি করেন। অনুষ্ঠানে উদীচী বড়দিয়া শাখার সাধারণ সম্পাদক প্রবীর রায় ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিধান চন্দ্র দাশ শিক্ষকদের আন্দোলনের প্রতি সংহতি জানান।