সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
নড়াইল প্রতিনিধি:: নড়াইলের কালিয়ায় পরিবেশ অধিদফতরের অভিযানে পাঁচটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে সনাতন পদ্ধতির ড্রাম চিমনি ব্যবহারকারী এসব ভাটার কাঁচা ইট, ড্রাম চিমনি ও ক্লিনিক ভেঙে ফেলা হয়।
অভিযানটি পরিচালনা করেন খুলনা বিভাগীয় কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। এসময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ মালেক।
অভিযানে বড়নাল ইলিয়াছাবাদ ইউনিয়নের বিলদুড়িয়া এলাকার এসএমবি, সালামাবাদ ইউনিয়নের স্টোন ও আরবিআই এবং খাশিয়াল ইউনিয়নের এমসিবি ব্রিক্সসহ মোট পাঁচটি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বলেন, সনাতন পদ্ধতির ড্রাম চিমনির ভাটায় ব্যাপক হারে কাঠ পোড়ানো হয়, যা পরিবেশের জন্য ক্ষতিকর। সরকারিভাবে স্পষ্ট নির্দেশনা রয়েছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পরিবেশবান্ধব ভাটা পরিচালনা করতে হবে। এসব নির্দেশনা না মানায় ভাটাগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের অভিযান চলমান থাকবে এবং প্রয়োজন হলে আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।