বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন
কালিয়াকৈরে তিন দিন ব্যাপী ফল মেলা আলহাজ হোসেন, কালিয়াকৈর প্রতিনিধি:: দেশি ফল বেশি খাই আসুন ফলের গাছ লাগাই এ শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় স্টলে বিভিন্ন দেশীয় জাতের ফল প্রদর্শনী করেন। এ মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ।
ফল মেলায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাহাজউদ্দিন সহ বিভিন্ন উপ সহকারী কৃষি কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন কৃষকরা।