শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

কারওয়ান বাজারে চাঁদা বন্ধের দাবিতে মানববন্ধনে হামলা, পুলিশ ও সেনা মোতায়েন

নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজি বন্ধের দাবিতে ব্যবসায়ীদের আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে কারওয়ান বাজার কিচেন মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

তেজগাঁও থানার পরিদর্শক (অপারেশন্স) আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধন চলাকালে একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে হামলা চালায়। এতে ব্যবসায়ীরা লাঠিসোঁটা নিয়ে প্রতিরোধ গড়ে তুললে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। কিছু সময়ের জন্য পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে কারওয়ান বাজার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, আত্মস্বীকৃত চাঁদাবাজ’ ও বহিষ্কৃত সাবেক তেজগাঁও থানা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও তাঁর অনুসারীরা দীর্ঘদিন ধরে কারওয়ান বাজারে চাঁদা আদায় করে আসছেন। চাঁদাবাজি বন্ধ এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে তারা শান্তিপূর্ণ মানববন্ধন করছিলেন। ব্যবসায়ীদের দাবি, মানববন্ধনের সময় আব্দুর রহমানের অনুসারীরা হামলা চালায়। এতে কয়েকজন ব্যবসায়ী আহত হন। ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা চাঁদাবাজের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, চাঁদাবাজের আস্তানা এই বাংলায় হবে না’ এমন স্লোগান দেন।

এক ব্যবসায়ী হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে চাঁদাবাজ আব্দুর রহমানকে গ্রেপ্তার না করা হলে আমরা ব্যবসা বন্ধ করে রাজপথে নামতে বাধ্য হবো।

ব্যবসায়ীদের আরও অভিযোগ, পুলিশ প্রশাসন চাঁদাবাজদের পক্ষে কাজ করছে এবং নিয়মিত মাসোহারা পাওয়ার কারণেই তারা নীরব ভূমিকা পালন করছে।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা বলেন, আমি বিষয়টি অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com