বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন

কক্সবাজার সৈকতে ভেসে এলো নিখোঁজ আরও এক শিক্ষার্থীর লাশ

কক্সবাজার সৈকতে ভেসে এলো নিখোঁজ আরও এক শিক্ষার্থীর লাশ

কক্সবাজার জেলা প্রতিনিধি:: কক্সবাজারের সমুদ্র উপকূলে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আরেক চবি শিক্ষার্থী আসিফ আহমেদের (২২) মরদেহ ভেসে এসেছে। তবে এখনো নিখোঁজ রয়েছে আমিনুল ইসলামের ছেলে অরিত্র (২২)।

বুধবার (৯ জুলাই) সকালে কক্সবাজার সমিতি পাড়া উপকূলে মরদেহটি ভেসে আসে।

নিহত শিক্ষার্থী বগুড়া জেলার রফিকুল ইসলামের ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এর আগে গতকাল কক্সবাজার সমুদ্রে সৈকতের হিমছড়ি পয়েন্ট গোসল করতে নেমে তিন বন্ধু স্রোতের টানে ভেসে যায়। এসময় পানিতে ডুবে কে এম সাদনান রহমান সাবাব (২১) নামে এক চবি শিক্ষার্থীর মৃত্যু হয়। একই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও এক শিক্ষার্থী।

কক্সবাজার বীচ কর্মীদের ইনচার্জ মাহবুব বলেন, গতকাল সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীদের মধ্যে আসিফ আহমেদের মরদেহ সমিতি পাড়া উপকূল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আরও এক শিক্ষার্থীর মরদেহ এখনো পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com