সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন

ঐক্যমত্য কমিশন বড় ধরনের অগ্রগতি ঘটাতে চায়: আলী রীয়াজ

ঐক্যমত্য কমিশন বড় ধরনের অগ্রগতি ঘটাতে চায়: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: চলতি সপ্তাহে ৩ দিন আলোচনা হবে জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, বড় ধরনের অগ্রগতি ঘটাতে চায় কমিশন।

রোববার (১৩ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার ১২তম দিনের আলোচনার শুরুতে দেয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বলেন, এ সপ্তাহে ৩ দিন আলোচনা হবে। এর মধ্যেই কমিশন বড় ধরনের অগ্রগতি ঘটাতে চায়।

ড. আলী রীয়াজ আরও বলেন, দ্রুততার সঙ্গে জাতীয় সনদ তৈরির দিকে এগিয়ে যেতে চাই। আগামী ৩০ জুলাইয়ের মধ্যে যে কোনোভাবেই একটা যৌক্তিক জায়গায় আসতেই চাই। বড়জোর সেটা ৩১ জুলাই হতে পারে।

এদিকে আজকের আলোচনার সূচিতে ৩টি বিষয় রাখা হয়েছে। এগুলো হলো- প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ও জরুরি অবস্থা জারি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com