মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার ॥ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত বৃহস্পতিবার ১৩ নভেম্বর কম্পাউন্ড মিশ্র দ্বৈতের ফাইনালে ভারতের কাছে হেরে রুপা জিতেছে বাংলাদেশ। মিশ্র বিভাগের ফাইনালে ১৫৩-১৫১ স্কোরে (৩৫-৩৯, ৩৯-৩৮, ৩৯-৩৮, ৩৮-৩৮) হেরে যায় স্বাগতিকরা। লাল সবুজদের হয়ে এই ইভেন্টে খেলেন আক্তার ও হিমু বাছাড় জুটি। ভারতের হয়ে লড়ে দ্বীপশিখা ও অভিষেক ভার্মা জুটি। এশিয়ান আরচারির সর্বোচ্চ আসরে কম্পাউন্ড ইভেন্ট থেকে এই প্রথম পদক পেয়েছে বাংলাদেশ।
পদক বিতরণী অনুষ্ঠানে যাওয়ার আগে এক কোণে দাঁড়িয়ে ছিলেন বন্যা ও হিমু। বন্যার চোখে মুখে হতাশার ছাপ স্পষ্ট। ভাগ্যকে পাশে না পাওয়ার কথা বললেন এই আর্চার। এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপে এক দিনে দুটি পদক জিতেছেন বাংলাদেশের আরচাররা। কম্পাউন্ড মিশ্র বিভাগে রুপা ও মেয়েদের কম্পাউন্ড এককে ব্রোঞ্জ। এদিকে কম্পাউন্ড একক ইভেন্টে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন কুলসুম আক্তার। সেমিফাইনালে ভারতের প্রদীপ পৃথিকার বিপক্ষে হেরে যান তিনি। ৫ সেটের মধ্যে চার সেটেই দুজনের সমান স্কোর ছিল। তৃতীয় সেটে পৃথিকা ৩০ আর মনি ২৯ স্কোর করেন। শেষ পর্যন্ত ওই এক পয়েন্টের ব্যবধানই ম্যাচের ফলাফল গড়ে দেয়। ১৪৬-১৪৫ পয়েন্টে হেরে মনি ফাইনালে উঠতে ব্যর্থ হলেও ব্রোঞ্জপদক জিতে নেন।
পদক জিতে বন্যা আক্তার বলেন, ‘আলহামদুলিল্লাহ। এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপের কম্পাউন্ড ইভেন্ট থেকে দেশকে এই প্রথম পদক এনে দিতে পেরেছি, ভালো লাগছে। স্বর্ণপদক হাতছাড়া হয়েছেৃআসলে আমরা চেষ্টা করেছি, এখানে ভাগ্যেরও ব্যাপার থাকে। ভাগ্য আজ আমাদের পাশে ছিল না। শুরুতে আমরা একটু খারাপ করেছি, পরে চেষ্টা করলেও পারিনি।’ হিমু বাছাড় বলেছেন, ‘এই প্রথম আমি এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপে খেললাম। আসলে ওইরকম নার্ভাস ছিলাম না, আমার অভিজ্ঞতা একটু কম, শুরুতেই তাই একটু খারাপ হয়ে গেছে। তবে এশিয়ান আর্চারিতে আমরা এই প্রথম দেশকে পদক এনে দিতে পারলাম, এটা আমাদের সামনের পথচলায় আত্মবিশ্বাস যোগাবে।’
এশিয়ান আর্চারির সর্বোচ্চ আসরে কম্পাউন্ড ইভেন্ট থেকে এই প্রথম পদক পেল বাংলাদেশ। রিকার্ভ ও কম্পাউন্ড মিলিয়ে রুপা হলো দুটি। ২০২১ সালে রিকার্ভ মিশ্র দ্বৈত থেকে বাংলাদেশকে প্রথম রুপার পদক এনে দিয়েছিলেন হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকী জুটি। এশিয়ান আরচারির সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে বাংলাদেশের পদক হলো ৪টি। ২০২১ সালে জেতা তিন পদকের মধ্যে ছিল রিকার্ভ পুরুষ ও মহিলা বিভাগের ব্রোঞ্জ।