শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

এতদিন যে অন্যায় হয়েছে তা আর হতে দেয়া হবে না—আদিলুর রহমান খান উপদেষ্টা

বশির আহমেদ, বান্দরবান জেলার প্রতিনিধি:: বান্দরবান সদর উপজেলার গণভোটের প্রচারণা উদ্বোধন অন্তর্বর্তী সরকারের গৃহায়ন ও গণপূর্ত, শিল্প, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই ভোট দিবেন। ফ্যাসিবাদকে দমন করতে হবে, প্রতিহত করতে হবে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে গণভোটের প্রচার ও ভোটার উদ্ধুদ্ধকরণের প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, এতদিন যে অন্যায় হয়েছে, সেই আন্দোলন আর হতে দেয়া হবে না। গণঅভ্যুথানের সরকারের উদ্যোগে জুলাই সনদ প্রেরণ করা হয়েছে। আর সেই সনদের ব্যাপারে সকলের সম্মতির জন্য ১২ ফেব্রুয়ারি গণভোট। যারা বাংলাদেশকে বদলে দিতে চান, বাংলাদেশকে সমৃদ্ধশালী করতে চান সবাই মিলে গনভোটে হ্যা এর পক্ষে দাড়াঁবেন।

জেলা প্রশাসক শামীম আরা রিনির সভাপতিত্বে এতে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, পুলিশ সুপার আবদুর রহমানসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে, সকালে বান্দরবানে জুলাই শহীদদের স্মরণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ-এ পুস্পস্তবক অর্পণ করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com