শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি ॥
কূড়িগ্ৰামের উলিপুরে জব্দকৃত ও ভেজাল ৬’শ ১৪ বস্তা টিএসপি সার ধ্বংস করেছেন উপজেলা প্রশাসন। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ভেজাল ও জব্দকৃত সার পৌরসভার ডাম্পিং স্টেশনে ধ্বংস করা হয়।
জানা গেছে, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের ভেজাল বিরোধী নিয়মিত মনিটরিং এর অংশ হিসাবে উপজেলার থেতরাই ইউনিয়নের থেতরাই বাজারে ভাই ভাই ট্রেডার্স এর গোডাউনে ভেজাল ১’শ ৩৫ বস্তা, ওই দোকানের সামনে থাকা ভেজাল ২’শ ৮৩ বস্তা এবং একই বাজারে ভাই ভাই ট্রেডার্স নামের আর একটি ব্যাবসা প্রতিষ্ঠানের গোডাউন থেকে ১’শ ৯৬ বস্তা টিএসপি সার এবং পৌরসভার নাড়িকেলবাড়ি খেয়ারপাড় এলাকায় বাসাবাড়ি থেকে বিভিন্ন কোম্পানির মোড়কে তাদের নিজস্ব তৈরি নকল সার ও প্যাকেজিং সার বিক্রি এবং অবৈধ মজুদের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা প্রসাশন।
অভিযানে ৬’শ ১৪ বস্তা ভেজাল টিএসপি সার জব্দ ও অবৈধ মজুদের অপরাধে ভাই ভাই ট্রেডার্স রওশন মিয়ার সার বিক্রির লাইসেন্স স্থগিত করা হয়। অপর ভাই ভাই ট্রেডার্স মাহবুবার রহমানের ৬ মাস সার বিক্রির লাইসেন্স স্থগিত করা হয়। এছাড়াও বাসাবাড়িতে সিদ্দিকুর রহমান বিভিন্ন কোম্পানির মোড়কে তাদের নিজস্ব তৈরি নকল সার ও প্যাকেজিং সার বিক্রির অপরাধে ১লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা কৃষি অফিস জানায়, জব্দকৃত ৬’শ ১৪ বস্তা ভেজাল টিএসপি সারগুলো আরো সুনিশ্চিত হওয়ার জন্য সারের বস্তাগুলো থেকে রেন্ড মালি নমুনা সংগ্রহ করা হয়। পরে তা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনিস্টিটিউট লালবাগ রংপুরে পাঠানো হয়। প্রেরিত নমুনার ফলাফল সরকারি বিধি নির্দেশ অনুযায়ী ভেজাল প্রমাণিত হয়। এরপর বুধবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরিবেশ বান্ধব নির্ধারিত স্থান পৌরসভার ডাম্পিং স্টেশনে ভেজাল ও জব্দকৃত সারগুলো ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেট নয়ন কুমার সাহা, পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের ইনস্পেক্টর আসিফ শাহরিয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আফরোজা পারভীন বিফা প্রমুখ।