বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন

উলিপুরে ২৮তম বই মেলার শুভ উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি : “তোমাদের রক্তসিক্ত মাটিতে প্রতিনিয়তই জন্মে নতুনের অংকুর” এই স্লোগানকে ধারন করে কুড়িগ্রামের উলিপুরে ২৮তম বইমেলার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ফ্রেন্ডস ফেয়ারের আয়োজনে বিজয় মঞ্চ প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৭ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলার বি.এম. এ সাধারণ সম্পাদক ডাঃ লোকমান হাকিম, উলিপুর সরকারি ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আবু যোবায়ের আল মুকুল, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক স.ম আল মামুন সবুজ, ফ্রেন্ডস ফেয়ারের স্থায়ী কমিটির সদস্য কৃষিবিদ জুলফিকার আলী সেনা প্রমুখ।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে উলিপুর ফ্রেন্ডস ফেয়ারের সকল আয়োজকদের ধন্যবাদসহ এই বই মেলার উত্তরোত্তর কামনা করেন এবং সবাইকে বই পড়ার আহবান জানান। বিশেষ করে উদ্বোধক তাঁর বক্তব্যে বলেন, ‘প্রধানমন্ত্রীকে বলে উলিপুরের সংস্কৃতিসহ সকল অবহেলিত বিষয়গুলোকে সাজিয়ে তোলা হবে।

অনুষ্ঠানে ফ্রেন্ডস ফেয়ারের স্থায়ী কমিটির সদস্য জিয়ন রায়হানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, বিশিষ্ট নাট্যকার, লেখক, সাহিত্যিক ও ফ্রেন্ডস ফেয়ারের প্রতিষ্ঠাতা সদস্য জাহিদুল ইসলাম জাহিদ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com