শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে শ্বশুরবাড়িতে বিষপানে হায়দার আলী (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দালালিপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।
নিহত হায়দার আলী রংপুর জেলার কাউনিয়া উপজেলার বিদ্যানন্দপুর এলাকার জহরুল হকের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার ওসি জিল্লুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, দীর্ঘ ১০ বছর থেকে দূর্গাপুর ইউনিয়নের দালালিপাড়া গ্রামের কাশেম মিয়ার বাড়ীতে ঘরজামাই হিসেবে বসবাস করছেন হায়দার আলী। গত দু’দিন আগে কাউনিয়ায় যান ওই যুবক। সেখান থেকে রোববার (১৯ অক্টোবর) বিকেলে শ্বশুরবাড়িতে এসে সকলের অজান্তে বিষপান করে হায়দার আলী। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।