বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে বুধবার(১৪ ফেব্রুয়ারি) দুপুরে দলদলিয়া ইউনিয়নের দলদলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. তামবিরুল ইসলাম, যমুনা ব্যাংক কুড়িগ্রাম শাখার ম্যানেজার মো. কামরুল হাসান, অফিসার মো. জাহেদুল ইসলাম মানিক, আব্দুল্লাহ্ আল তামিম প্রমুখ।