বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন
মো: জাহিদ, কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উলিপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এরপর উপজেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাভলু’র সভাপতিত্বে ও পৌর যুবদলের আহবায়ক আপন আলমগীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞা, যুগ্ম আহবায়ক ওবায়দুর রহমান বুলবুল, আব্দুর রশিদ সরকার, এরশাদুল হাবীব নয়ন, পৌর বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ সরকার, যুগ্ম আহবায়ক এহসানুল করিম প্রিন্স, উপজেলা যুবদলের সদস্য সচিব শামীউল ইসলাম শামীম, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, পৌর যুবদলের সদস্য সচিব তৌফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের স্বৈরাচারিতা দেশকে অনেক পিছিয়ে দিয়েছে। তবে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর উজ্জ্বল বাংলাদেশ গড়তে যুবদল বদ্ধপরিকর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা জাতীয়তাবাদী যুবদল সবসময় দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। পরে শহীদ মিনার চত্বরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও গাছের চারা বিতরণ করা হয়।