বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে ডুবে লিয়ন বাবু নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু ধরনীবাড়ী ইউনিয়নের কিসামত মালতিবাড়ি গ্রামের মমিনুল ইসলামের পুত্র।
জানা গেছে, সোমবার বিকেলে ধরনীবাড়ী ইউনিয়নের কিসামত মালতিবাড়ি গ্রামে খেলতে গিয়ে নিজ বাড়ীর পার্শ্ববর্তী পুকুরের পানিতে ডুবে যায় শিশু লিয়ন। অনেক খোঁজাখুঁজির পর শিশুটির মরদেহ পানিতে ভাসতে দেখতে পায় স্থানীয়রা। এ ঘটনার খবর পেয়ে উলিপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, এবিষয়ে থানার ইউডি মামলা দায়ের করা হয়েছে।