বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৬:২৪ পূর্বাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদী থেকে অজ্ঞাত যুবকের (৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ মার্চ) বিকালে হোকডাঙা পাকাবাধাঁ মসজিদ সংলগ্ন নদীর ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার বিকালে উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙা পাকাবাধাঁ মসজিদ সংলগ্ন নদীর ঘাট এলাকায় একজন অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পান স্থানীয়রা। মরদেহটির শরীরের বিভিন্ন অংশে ক্ষতচিহ্নসহ কোমড়ের অংশ ইট দিয়ে বাঁধা ছিল বলে তারা জানান। এ সময় মরদেহটির পড়নে জিন্সের প্যান্ট ও হলুদ রঙের গেঞ্জি ছিল। পরে থানা পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করেন।
উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইউডি মামলা দায়ের করা হয়। তিনি আরও বলেন, ধারনা করা হচ্ছে নিহত ওই যুবকের মরদেহ কয়েকদিন থেকে পানিতে থাকায় তার শরীরের বিভিন্ন অংশ বিকৃত আকার ধারন করেছে।