বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন
মো: জাহিদ, কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে জামায়াতে যোগ দিয়েছেন উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক যুগ্ম আহবায়ক মো. আমিনুল ইসলাম ফুলু।
মঙ্গলবার (২৩ সেপ্টেস্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আদর্শ ও কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে’ দলটিতে যোগ দেন আমিনুল ইসলাম ফুলু। রাতে তার যোগদানের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে উপজেলা জামায়াত কার্যালয়ে সহযোগী সদস্য ফরম পূরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন আমিনুল ইসলাম ফুলু। তিনি মজিদা আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক পদে কর্মরত ও ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।
যোগদান বিষয়ে কথা বলার জন্য আমিনুল ইসলাম ফুলু’র মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেনি। তবে স্থানীয় একাধিক সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে, আমিনুল ইসলাম ফুলু দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। জামায়াতে ইসলামীর আদর্শ ও কাজকর্মে উদ্বুদ্ধ হয়ে তিনি দলটিতে যোগদান করেছেন।
এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির এ্যাডভোকেট কামাল কবির লিটন বলেন, জামায়াতে ইসলামীর আদর্শ ও কাজকর্মে উদ্বুদ্ধ হয়ে আমিনুল ইসলাম ফুলু বিএনপি থেকে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।