শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে খেলতে গিয়ে পানিতে ডুবে অনুরাধা বর্মন নামের ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার হাতিয়া ইউনিয়নের কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অনুরাধা বর্মন ওই এলাকার অমল চন্দ্র বর্মনের মেয়ে। উলিপুর থানার ওসি জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে শিশুটি ঘুম থেকে উঠলে মা তাকে শীতের কাপড় পড়িয়ে দেন। পরে বাড়ির অন্যান্য শিশুদের সাথে সে উঠানে খেলা করতে থাকে। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে বাড়ির আশপাশের এলাকায় খোঁজাখুজি শুরু করে পরিবারের লোকজন। এক পর্যায়ে বাড়ির পাশের ডোবা থেকে সন্ধ্যার পর শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।