শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি::
আগামী ২৪ মার্চ তৃতীয় ধাপে ঝিনাইদহর ৪ টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বৃহস্পতিবার রাত থেকে ঝিনাইদহে ১২ প্লটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ মোবাইলে এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এ সভার নেতৃত্ব দেন। এসময় পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, ঝিনাইদহ-৫৮ বিজিবি’র পরিচালক লে. কর্ণেল তাজুল ইসলাম, র্যাব-৬ এর জেলা কোম্পানী কামান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, জেলা নির্বাচন অফিসার রোকুনুজ্জামানসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় নির্বাচনের আগে, পরে ও নির্বাচনের দিন সব ধরনের অপ্রিতীকর ঘটনা এড়াতে সকলকে দিন নির্দেশনা প্রদান করা হয়।
আগামী ২৪ মার্চ তৃতীয় ধাপে ঝিনাইদহের ৪ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলাগুলোতে মোট ভোটকেন্দ্রের সংখ্যা রয়েছে ৪২৩ টি, এর মধ্যে ২৫৫ টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসাবে ধরা হয়েছে।
অন্যদিকে শৈলকুপা উপজেলা ১২০ টি কেন্দ্রের মধ্যে ১০০ টি কেন্দ্রকে বেশী ঝুকিপূর্ণ বলা হচ্ছে। ঝিনাইদহ-৫৮ বিজিবি পরিচালক লে. কর্ণেল তাজুল ইসলাম জানান, জেলায় নির্বাচন উপলক্ষে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। যেহেতু শৈলকুপা উপজেলায় বেশ কিছু অপ্রিতীকর ঘটনা ঘটেছে তাই সেখানকার জন্য বিশেষ নজর দেওয়া হচ্ছে। জেলার ১২ প্লাটুন বিজিবি’র মধ্যে ৫ প্লাটুনই থাকবে শৈলকুপার দায়িত্বে।
আগামী ২৪ মার্চ তৃতীয় ধাপে ঝিনাইদহ সদর, শৈলকুপা, কালীগঞ্জ ও হরিণাকুন্ডু উপজেলাতে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।। নির্বাচনে বিরোধী জোটের কেও প্রার্থী না হলেও ইতিমধ্যে দফায় দফায় হামলা ভাংচুরের মধ্যে চলেছে নির্বাচনী প্রচার প্রচারণা। এর মধ্যে শৈলকুপায় সবচে বেশি ভাংচুর ও আহত হবার ঘটনা ঘটেছে।