শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন

উত্তরাঞ্চলে প্রথমবার: কুড়িগ্রামের উলিপুরে বসছে ‘ইত্যাদি’-র আসর

মোঃ আশিকুর সরকার (রাব্বি), রংপুর বিভাগ ॥
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার উত্তরাঞ্চলে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে। দর্শকদের বহু প্রতীক্ষিত এই পর্বের জন্য স্থান নির্বাচিত হয়েছে রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার মহারানী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ (এম এস স্কুল-কলেজ)।

আগামীকাল ১১ই অক্টোবর ২০২৫ তারিখে উলিপুরস্থ স্কুল মাঠে অনুষ্ঠিত হবে এই জমজমাট অনুষ্ঠানটির দৃশ্যায়ন। অনুষ্ঠানটির উপস্থাপক ও পরিচালক হানিফ সংকেত-এর আগমন উপলক্ষে ইতোমধ্যে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

এই খবর ছড়িয়ে পড়তেই রংপুর বিভাগের মানুষের মধ্যে এক উৎসবের আমেজ বিরাজ করছে। কুড়িগ্রাম, উলিপুর, এবং চিলমারীসহ এই অঞ্চলের বিভিন্ন এলাকার দর্শক-শ্রোতারা অনুষ্ঠানটিকে ঘিরে উচ্ছ্বসিত।

জানা গেছে, এবারের ‘ইত্যাদি’ পর্বে কুড়িগ্রামের উলিপুর ও চিলমারীর বিভিন্ন বিষয়, ঐতিহ্য এবং ইতিহাস সম্পর্কিত নানা দিক তুলে ধরা হবে। বিশেষ করে, বিভিন্ন চারুকলার তৃতীয় ইতিহাসের ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার স্মৃতিও অনুষ্ঠানে স্থান পাবে।

স্থানীয় বাসিন্দারা এই আয়োজনকে ছোটবেলার আবেগের নিয়মিত অনুষ্ঠানের সফল মঞ্চায়ন হিসেবে দেখছেন। তাঁরা আশা প্রকাশ করেছেন যে এবারের ‘ইত্যাদি’ ম্যাগাজিন অনুষ্ঠানটি অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন হবে এবং সফলভাবে দর্শকদের কাছে পৌঁছে যাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com