বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৮:২০ অপরাহ্ন

ইসলামপুরে মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে সড়ক অবরোধ

জামালপুর প্রতিনিধি॥ জামালপুরের ইসলামপুরে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছেন মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকরা।

বুধবার দুপুরে ইসলামপুর উপজেলার বটতলা চত্তর এলাকায় সড়ক অবরোধ করে অবস্থান করে মনোনীত বঞ্চিত এএসএম আব্দুল হালিমের সমর্থকরা। এতে ভাচ’য়ালি বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন উপদেস্টা এএসএম আঃ হালিম।

এছাড়াও উপজেলা বিএনপির সহ সভাপতি জয়নাল আবেদীন সরকার সহ অন্যন্য নেতাকর্মী এতে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, জামালপুর-২ আসনে যাকে বিএনপি থেকে এমপি পদে মনোনয়ন দেয়া হয়েছে, তিনি শারীরিকভাবে খুবই অসুস্থ। এছাড়াও একসময় বিএনপিতে ভাঙ্গন ও তত্ত্বাবধায়ক সরকারের সময় সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিত তিনি। তাই সুলতান মাহমুদ বাবুর মনোনয়ন বাতিল করে সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ এস এম আব্দুল হালিমকে মনোনয়ন প্রদানের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনে যাবার হুশিয়ারি দেন।

এর আগে গত ১৫ নভেম্বর সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com