মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ন
বাঘা (রাজশাহী) প্রতিনিধি::
রাজশাহীর আড়ানী পৌরসভা নির্বাচন সামনে রেখে মেয়রপদে ৭জনসহ ৪৯জন মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
গত বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেছেন ১২জন। এর মধ্যে সংরক্ষিত ওয়ার্ডের নারি কাউন্সিলর পদে ৩জন ও সাধারন কাউন্সিলর পদে রয়েছেন ৯জন। তবে বৃহস্পতিবার পর্যন্ত মেয়র পদে কোন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি।
সংরক্ষিত নারি কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন- হাসনা হেনা বেগম, (সংরক্ষিত ১), মোসাঃ মুক্তি খাতুন, (সংরক্ষিত ২), সবুর (সংরক্ষিত ৩)। সাধারন কাউন্সিলর পদে মানোনয়নপত্র দাখিল করেছেন ৯জন। এরা হলেন-রেজাউল করিম (ওয়ার্ড-১), জিল্লুর রহমান সর্দার ও নওশাদ সর্দার (ওয়ার্ড-২), আব্দুর আওয়াল (ওয়ার্ড-৩), আব্দুল হাকিম (ওয়ার্ড-৫), রায়হান কবির (ওয়ার্ড-৬), মামুন উদ্দীন (ওয়ার্ড-৭), সাইফুল ইসলাম (ওয়ার্ড-৮) ও আশরাফ আলী (ওয়ার্ড-৯)। নিজেদের সমর্থিত লোকজন নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন তারা।
বৃহস্পতিবার পর্যন্ত মেয়র পদে মনোনয়নপত্র উত্তোলন করেছেন, আওয়ামীলীগ দলীয় ৪জন। এরা হলেন- বর্তমান মেয়র মুক্তার আলী, পৌর আ’লীগের সভাপতি সাহীদুজ্জামান সাহীদ, পৌর আ’লীগের সাধারন সম্পাদক মতিউর রহমান, আড়ানি পৌর ছাত্রলীগের সভাপতি রিবন আহম্মেদ বাপ্পি।
মেয়র পদে বিএনপি দলীয় ৩জন। এরা হলেন- ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক, সাবেক পৌর প্রশাসক ও সাবেক মেয়র নজরুল ইসলাম ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সুজাত আহম্মেদ তুফান। সংরক্ষিত নারি কাউন্সিলর পদে ১০ জন ও সাধারন কাউন্সিলর পদে ৩২ জন মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল আলম জানান, মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র যাছাই-বাছাই ২২ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ২৯ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৩০ ডিসেম্বর। ভোট গ্রহন অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানয়ারী। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৮৮৪। এরমধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৮৭৮ ও নারী ভোটার ৭ হাজার ১০৬।