শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: আমি ভালুকার গণমানুষের কাছ থেকে নিতে আসিনি দিতে এসেছি। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন ভালুকাবাসীর উন্নয়নে কাজ করে যাবো। ময়মনসিংহের ভালুকায় আসন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ময়মনসিংহ জেলা আ’লীগের অর্থ বিষয়ক সম্পাদক হাজ্বী রফিকুল ইসলাম রফিক তার নিজস্ব অর্থায়নে উপজেলাবাসীকে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দিন ব্যাপি উপজেলার বিভিন্ন এলাকায় ১৫ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
দুপুরে উপজেলার রাজৈ এলাকায় কম্বল বিতরণ ও আলোচনা সভায় হাজ্বী রফিকুল ইসলাম বলেন, আমাকে আল্লাহ পাক যেটুকু দিয়েছে তাতেই আলহামদুলিল্লাহ, আমার গরিবের রক্ত-ঘামের ও সরকারি কোনো টাকা পয়সা আমার নিজের জন্য দরকার নেই, আমাকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে যদি উপজেলা চেয়ারম্যান হিসেবে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে নিজস্ব অর্থের পাশাপাশি সরকার থেকে প্রাপ্ত বরাদ্দকৃত অর্থ আমানতের সাথে জন কল্যাণে ভালুকাবাসীর উন্নয়নে কাজ করবো।
অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা, আ.লীগ সভাপতি নুরুজ্জামান খান মাস্টার, সাধারণ সম্পাদক হক মাস্টারসহ ইউপি সদস্য বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগণ।
এর আগে হাজ্বী রফিকুল ইসলাম রফিক তার নিজস্ব অর্থায়নে উপজেলার উথুরা, মেদুয়ারী, ভরাডোবা, ধীতপুর, বিরুনিয়া, ভালুকা ও ভালুকা পৌরসভা, কাচিনা, পালগাঁও, তামাট, বাটাজোর, ডাকাতিয়া, আঙ্গারগাড়া, খারুয়ালী এলাকার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ ক্যাম্প করে শীতার্তদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেন।