বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৭:০৩ পূর্বাহ্ন

আমরা নিহতদের প্রতিটি রক্তের ফোঁটার প্রতিশোধ নেব: শাহবাজ শরিফ

আমরা নিহতদের প্রতিটি রক্তের ফোঁটার প্রতিশোধ নেব: শাহবাজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: ভারতের হামলা নিয়ে জাতির উদ্দেশে ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে- আমরা এই নিহতদের প্রতিটি রক্তের ফোঁটার প্রতিশোধ নেব।’

ভারত গত রাতে পাকিস্তানের ওপর হামলা চালিয়ে ‘ভুল করেছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘এর মূল্য দিতে হবে তাদের’।

‘ভারত হয়তো ভেবেছিল পাকিস্তান পিছু হটবে, কিন্তু ভারত ভুলে গেছে যে এটি এমন একটি জাতি যারা তাদের দেশের জন্য লড়াই করতে জানে,’ বলেন তিনি।

ভারতীয় বিমান ভূপাতিত করার দাবির প্রতি ইঙ্গিত করে শাহবাজ শরিফ বলেন, পাকিস্তানের বিমান বাহিনী প্রতিরক্ষা গড়ে তোলে এবং ‘আমাদের পক্ষ থেকে তাদের জবাব দেয়া হয়েছে’।

তবে দিল্লি এখনো বিমান ভূপাতিত হওয়ার তথ্য নিশ্চিত করেনি।

পাকিস্তান এবং পাকিস্তান-শাসিত কাশ্মিরে ভারতীয় হামলা নিহত ২৬ জনের মধ্যে সাত বছর বয়সী একটি ছেলে শিশু রয়েছে বলেও ভাষণে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, সাত বছর বয়সী একটি ছেলে যখন নিহত হয় তখন তার মা এবং ভাইয়ের সাথে বাড়িতে ছিল।

গত মাসে পেহেলগাম হামলা পাকিস্তানের সাথে ‘সম্পর্কিত ছিল না’ এবং দেশটিকে ‘ভুল কারণে অভিযুক্ত’ করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, আমাদের অনুরোধ না রাখা বা উপেক্ষার অভিযোগ তোলার আগে ভারতের প্রতি আমরা তদন্তের দাবি জানিয়েছিলাম।

ভাষণে দেশের নিরাপত্তার জন্য পাকিস্তানিদের সাহস দেখানোর আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com