সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন

আজ থেকে সুপারশপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ

আজ থেকে সুপারশপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক:: আজ মঙ্গলবার (১ অক্টোবর) থেকে দেশের সব সুপারশপে পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বর্তমান দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের পূর্ব নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত।

মঙ্গলবার থেকে পলিথিন ব্যাগের বিকল্প হিসেবে সব সুপারশপে বা এর সামনে ক্রেতাদের জন্য পাট ও কাপড়ের ব্যাগ ক্রয়ের জন্য রাখার নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

এরই মধ্যে ডেইলি শপিং, স্বপ্ন, আগোরায় পলিথিনের ব্যবহার বন্ধ করা হয়েছে।

সুপারশপগুলো এরই মধ্যে শপের বিভিন্ন জায়গায় বিজ্ঞপ্তি দিয়েছে। তাদের যে টিস্যু ব্যাগ, জালি ব্যাগ ছিল সেগুলো সরিয়ে নিয়েছে। পরিবেশ অধিদপ্তর থেকে পাটের তৈরি বিভিন্ন আকৃতির ব্যাগ দেওয়া হচ্ছে। যার মূল্য ৬ থেকে ১৭ টাকা পর্যন্ত। কাস্টমারদের সেগুলো কিনে নিতে হবে।

গত ৯ সেপ্টেম্বর সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা কার্যকর করতে কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে স্টেকহোল্ডারদের সঙ্গে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর বিধান অনুসারে আনুষ্ঠানিকভাবে ২০০২ সালের ১ মার্চ সরকার বাংলাদেশে পলিথিন ব্যাগ নিষিদ্ধ ঘোষণা করে। সে সময় পরিবেশ অধিদপ্তর শর্তসাপেক্ষে সব রকমের পলিথিন ব্যাগ উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, বিক্রি, মজুদ ও বিতরণ নিষিদ্ধ করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com