বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় হোসনে আরা (২৫) নামের এক নারীকে আটক করেছে বিজিবি।
রোববার (২৯ ডিসেম্বর) সকালে মহেশপুর উপজেলার মাইলবাড়ীয়া পাকা রাস্তার উপর থেকে শ্যামকুড় বিওপি’র ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে আটক করেন। আটক নারী খুলনা জেলার খালিশপুর থানার ছোটবয়রা নুরনগর এলাকার রফিউল শেখের স্ত্রী।
এ ঘটনায় মহেশপুর থানায় হোসনে আরাসহ অবৈধভাবে পারাপারে সহায়তাকারী সবুর মিয়া ও শাহিন নামের দু’জনকে আসামি করে মামলা করা হয়েছে।
মহেশপুর ৫৮ বিজির অতিরিক্ত পরিচালক (উপ-অধিনায়ক) কামরুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শ্যামকুড় বিওপি’র সদস্যরা মাইলবাড়ীয়া গ্রামে টহল দিচ্ছিল। সে সময় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের দায়ে হোসনে আরাকে আটক করা হয়। তিনি আটক হোসনে আরার উদ্বৃতি দিয়ে আরো জানান, এক বছর আগে কাজের জন্য সে ভারতে গিয়েছিল।
তিনি আরো জানান, আটক হোসনে আরার বিরুদ্ধে ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১১ (১) (গ) ধারায় এবং মাইবাড়ীয়া গ্রামের আক্তারুজ্জামানের ছেলে সবুর মিয়া ও আশরাফ আলীর ছেলে শাহিনের বিরুদ্ধে পলাতক আসামি হিসেবে মামলা করেছেন।