বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন

অবহেলিত দক্ষিণাঞ্চল সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে-এমপি আনার

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যোগ্য নেতৃত্বের কারণে মানুষের জীবনযাত্রা এখন অনেক উন্নত। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মধ্য দিয়ে গ্রামগুলো শহরে রূপ নেবে। মোংলা সমুদ্রবন্দর, পদ্মাসেতু, নির্মিতব্য খানজাহান আলী বিমানবন্দর এবং সুন্দরবনের অবস্থানের কারণে অবহেলিত দক্ষিণাঞ্চল এখন সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। সবার সহযোগিতা পেলে বাংলাদেশ অচিরেই সমৃদ্ধ হয়ে উঠবে।

শনিবার সকালে গাজীর হাট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক প্রচার কর্মসূচির আওতায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঝিনাইদহ জেলা তথ্য অফিসের আয়োজনে ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ,ঝিনাইদহ জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দীক, ঝিনাইদহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল, কালীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম,গাজীর হাট মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন মোল্লা, রাখালগাছী ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু, মালিয়াট ইউপি চেয়ারম্যান একরামুল হক সংগ্রাম, গাজীর হাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দীন প্রমুখ। এছাড়া আলোচনা সভায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com