শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার বীরতারা ইউনিয়ন পরিষদ মাঠে এ সম্মেল অনুষ্ঠিত হয়। বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ ফজলুল করিমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি সেলিম আহমেদ ভূইয়া, হারুন অর রশিদ, নাজিরুল ইমাম, আবুল কালাম আজাদ ডালু, যুগ্ম সম্পাদক শেখ মোঃ আলমগীর, হারুনুর রশিদ, মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য ও কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এম মাহাবুব উল্লাহ কিসমত, ইকবল হোসেন মাষ্টার, আবু হানিফা নোমান, জীবন মৃধা, কোলাপাড়া ইউপি চেয়ারম্যান হাজী নেছার উল্লাহ সুজন, বীরতারা ইউপি চেয়ারম্যান আজিম হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিসাত সিকদার, মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির শেখ, আলাউদ্দিন মেম্বার, মোঃ ইদ্রিস, সিদ্দিক লস্কর প্রমুখ।