বুধবার, ৩০ Jul ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন

৫ মাস পর পুরো ম্যাচ খেলে দলকে জেতালেন নেইমার

৫ মাস পর পুরো ম্যাচ খেলে দলকে জেতালেন নেইমার

স্পোর্টস ডেস্ক, একুশের কণ্ঠ:: ইনজুরির সঙ্গে নেইমার জুনিয়রের ক্যারিয়ার অঙ্গাঅঙ্গিভাবেই জড়িত। দীর্ঘদিন ধরেই খেলায় নিয়মিত হতে পারছেন না তিনি। খেললেও পুরো সময় মাঠে থাকেননি। অবশেষে প্রায় ৫ মাস পর পুরো ম্যাচ মাঠে থাকতে পেরেছেন ব্রাজিলিয়ান এই তারকা। ব্রাজিলিয়ান সিরি আ-তে আজ ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে সান্তোসের হয়ে পুরো ম্যাচ খেলেছেন নেইমার। এদিন ২-১ গোলে জিতেছে সান্তোসও।

সান্তোসকে আজ মূলত জিতিয়েছেন নেইমারই। ম্যাচের ৮৪ মিনিটে দারুণ ফিনিশিংয়ে তার একমাত্র গোলই গড়ে দেয় ব্যবধান। গোলের পর ফ্ল্যামেঙ্গো কোচ ফিলিপে লুইসকে উদ্দেশ্য করেও কিছু একটা বলেন। লুইস নেইমারের দীর্ঘদিনের জাতীয় দল সতীর্থ। তাই রসিকতা করতে ছাড়েননি ব্রাজিলিয়ান যুবরাজ।

ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে আজ শুরু থেকেই চাপ তৈরি করেছেন নেইমার। প্রথম মিনিটেই তৈরি করেছিলেন দারুণ সুযোগ। প্রথমার্ধের শেষদিকে ছন্দ কিছুটা কমে গেলেও দ্বিতীয়ার্ধে খেলেছেন আবার দারুণ গতিতে। তার ধারাবাহিকতাতেই নির্ধারিত সময় শেষ হওয়ার ৬ মিনিট আগে গোল দেন তিনি।

সান্তোসের খেলোয়াড়দের মধ্যে আজ সেরা পারফরম্যান্স নেইমারেরই ছিল। প্রতিপক্ষের গোলমুখে দুটি শট নেওয়ার পাশাপাশি বিপদ তৈরি করেছেন একাধিকবার। বক্সে সতীর্থদের পাসও দিয়েছেন ৩টি। এই নিয়ে চলতি মৌসুমে ১৩ ম্যাচে এ নিয়ে ৪ গোল করলেন নেইমার। সিরি আ এর চলতি মৌসুমে এটি তার প্রথম গোল। আর সবমিলিয়ে ৭০০ গোলে অবদান রেখেছেন তিনি। এর মধ্যে ২৫৭ গোলের পাশাপাশি ৪৪৩ গোল করিয়েছেন তিনি।

ব্রাজিলিয়ান সিরি আ-তে টানা দুই ম্যাচ জিতে ১৩ ম্যাচে মোট ১৪ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে উঠে এল সান্তোস। সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে ফ্ল্যামেঙ্গো।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com