শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন

৫ বছর পর সিলেটের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট

স্পোর্টস ডেস্ক:: কয়েক বছর ধরে সিলেটের মাটিতে কোনো আন্তর্জাতিক ম্যাচ হচ্ছিল না। তবে সবশেষ আয়ারল্যান্ড সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক সূচি ফিরেছে সিলেটে। সেখানকার দর্শকদের জন্য এবার আরও বড় সুখবর এসেছে। কেননা ওয়ানডে এবং টি-টোয়েন্টির পর এবার সিলেট স্টেডিয়ামে টেস্ট ক্রিকেটও ফিরতে যাচ্ছে।

চলতি বছরের শেষদিকে (নভেম্বর) দুুইটি টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। যার মধ্যে একটি ম্যাচ হবে সিলেটে। সম্প্রতি ক্রিকবাজের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরি নাদেল।

এর আগে গত ৩১ মে সিলেটের ভেন্যু পরিদর্শন করতে এসেছিলেন নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) চার সদস্যের পরিদর্শক দল। পরিদর্শন শেষেই তারা সিলেটের মাঠ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছিলেন। টেস্ট সিরিজের আগেও বাংলাদেশের সঙ্গে সিরিজ রয়েছে কিউইদের। বিশ্বকাপের আগে আগামী সেপ্টেম্বরে টাইগারদের বিপক্ষে তারা তিনটি ওয়ানডে খেলবে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২১, ২৩ এবং ২৬ সেপ্টেম্বর হবে তিন ম্যাচের এই সিরিজটি। পরবর্তীতে বিশ্বকাপ শেষে ২১ নভেম্বর বাংলাদেশে আসার পর সিলেটে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে কিউইদের। ২৩-২৪ নভেম্বর হবে ম্যাচটি। একই ভেন্যুতে সিরিজের প্রথম টেস্ট চলবে ২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত।

সবশেষ ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ। এরপর সেখানে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট হলেও খেলা হয়নি কোনো টেস্ট। রঙিন পোশাকেও যে খুব বেশি ম্যাচ খেলা হয়েছে সেটা বলার সুযোগ নেই। এখন পর্যন্ত সাতটি ওয়ানডে আর আটটি টি-টোয়েন্টি খেলা হয়েছে সিলেটের মাটিতে। এদিকে সিরিজের দ্বিতীয় টেস্টটি হবে ঢাকায়, ৬-১০ ডিসেম্বর। এরপর বাংলাদেশ ছাড়বে

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com