শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১০:৫০ অপরাহ্ন

৪ দিনে ৫০০ কোটির ঘরে ‘আরআরআর’, বিতর্কে আলিয়া

বিনোদন ডেস্ক:: অতীতের সমস্ত রেকর্ড ভাঙার শপথ নিয়েছেন যেন পরিচালক এস এস রাজামৌলি। নিজের ‘বাহুবলি ২’র রেকর্ডও করছেন তছনছ। তার তুরুপের নতুন তাস ‘আরআরআর’।

মুক্তি পাওয়ার চার দিনের মাথায় বিশ্বজুড়ে প্রায় ৫০০ কোটির ব্যবসা করেছে এই সিনেমাটি। তামিল, তেলেগু, হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে এটি। দেশের গণ্ডি পেরিয়েও চুটিয়ে ব্যবসা করছে এই ছবি। কিন্তু এ সাফল্যের মধ্যেই নতুন করে আলোচনায় আলিয়া ভাট। ইঙ্গিত মিলছে, তার আর পরিচালকের মধ্যে তিক্ততার।

ছবি মুক্তির তিন দিনের মাথায় ইনস্টাগ্রামে ‘আরআরআর’ প্রচারের এবং ছবির পোস্টার মুছে দিয়েছেন নায়িকা। এমনকি পরিচালক রাজামৌলিকে আনফলো করেছেন তিনি।

কিন্তু মুক্তির আগে ছিল ভিন্ন চিত্র। একেবারে ঝাঁপিয়ে পড়েছিলেন প্রচারণায়। রাজামৌলির সঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বাসও প্রকাশ করেছিলেন আলিয়া।

তাহলে এখন এমন বিমাতাসূলভ আচরণ কেন? খোঁজ নিয়ে জানা যায়, অনেকদিন ধরে শুটিং করলেও ছবিটিতে আলিয়াকে পাওয়া গেছে মাত্র ১০ মিনিট।

সম্পাদনার টেবিলেই কাঁচি পড়েছে চরিত্রটির ওপর। অন্যদিকে, দক্ষিণি দুই সুপারস্টার রামচরণ ও জুনিয়র এনটিআরের দাপটে আলোচনাতে নেই এই বলিউড নায়িকা।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, মাত্র ১০ মিনিটের জন্যই ৯ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন আলিয়া। কিন্তু সমালোচকদের মতে, এত টাকা রোজগার করলেও সিনেমায় তার থাকা না থাকা প্রায় সমানই মনে হয়েছে।

অন্যদিকে, আলিয়ার ঘনিষ্ঠজনদের মতে, এই নায়িকা নিজের চরিত্রটিকে গুরুত্ব দেন, টাকা নয়। তাই পরিচালকের এমন আচরণে ক্ষুব্ধ তিনি। এ কারণেই হয়তো ছবির দ্বিতীয় দফার যে প্রচার শুরু হয়েছে, তা থেকেও দূরে থাকতে দেখা যাচ্ছে আলিয়াকে।

প্রসঙ্গত, ভারতে একদিনে ১৫৬ কোটির ব্যবসা করেছে ‘আরআরআর’। আর বিশ্বব্যাপী ২৫৭ কোটি টাকা তুলেছে। ভারতীয় সিনেমায় মুক্তির প্রথমদিনে বক্স অফিসে সর্বকালের সেরা পারফরম্যান্স এই ছবির। ঘটনাক্রমে রাজামৌলির আগের মুক্তিপ্রাপ্ত ‘বাহুবলি: দ্য কনক্লুশন’ সিনেমার প্রথমদিনের রেকর্ড ব্রেক করে এটি। সেটি প্রথমদিনে ২২৪ কোটির ব্যবসা করেছিল। এরপর মাত্র চার দিনে ৫০০ কোটির ক্লাবে গেলো ‘আরআরআর’।

ছবিটিতে দক্ষিণী দুই সুপারস্টার জুনিয়র এনটিআর এবং রামচরণের যুগলবন্দি হয়েছেন। ‘আরআরআর’র মাধ্যমে প্রথমবার দক্ষিণী সিনে দুনিয়ায় পা রেখেছেন আলিয়া ভাট। আরেক বলিউড তারকা অজয় দেবগনকেও এ ছবিতে অতিথি হিসেবে দেখা গেছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com