বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন
মুন্সীগঞ্জ প্রতিনিধি:: দেশের দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ পদ্মা সেতু উদ্বোধনের তিন বছর পূর্ণ হয়েছে আজ বৃহস্পতিবার। গত তিন বছরে সেতু হয়ে প্রমত্তা পদ্মা পাড়ি দিয়েছে এক কোটি ৯৪ লাখ ৭৩ হাজার ৬০৭টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে মোট দুই হাজার ৫০৭ কোটি ৯১ লাখ ৫২ হাজার ৬০০ টাকা।
বৃহস্পতিবার (২৬ জুন) পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকৌশলী আবু সাদ জানান, সেতুতে প্রতিবছরই বেড়েছে যানবাহন পারাপারের সংখ্যা। পর্যায়ক্রমে বেড়েছে টোল আদায়ও।
এরমধ্যে উদ্বোধনের প্রথম বছর ২০২২-২৩ সালে মোট পাড়ি দিয়েছে ৫৬ লাখ ৯৪ হাজার ৮৯৯ টি যানবাহন, টোল আদায় হয়েছে ৭৯৮ কোটি ৬০ লাখ ৯৩ হাজার ৭০০ টাকা। পরের বছর ২০২৩-২৪ সালে পাড়ি দেওয়া যানবাহনের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬৮ লাখ এক হাজার ৩৭৪টি, আয় হয় ৮৫০কোটি ৪৩ লাখ ৫৬ হাজার ৩৫০টাকা।
সর্বশেষ ২০২৪ এর জুন থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত পাড়ি দিয়েছে ৬৯ লাখ ৭৭ হাজার ৩৩৪টি যানবাহন। টোল আদায়ের পরিমাণ ৮৫৮ কোটি ৮৭ লাখ ২ হাজার ৫৫০ টাকা।
প্রসঙ্গত, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করা হয়। পরদিন ২৬ জুন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় ৬ দশমিক ১৫ কিলোমিটারের পদ্মা সেতু।