বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৫:১১ অপরাহ্ন
তাহমিনা আক্তার, চট্টগ্রামঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অরাজনৈতিক সংগঠন “ডাক দিয়ে যাই” চট্টগ্রাম পশ্চিম অঞ্চলের আয়োজনে প্রতি বছরের ন্যায় চট্টগ্রাম বাউবি আঞ্চলিক কেন্দ্রে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
সংগঠনের সাধারন সম্পাদক ও মহসিন কলেজ বাউবি শাখার ভিপি মো: পারভেজ খানের পরিচালনায় বাউবি দিবসে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক কাজী জাকির হোসেন, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিশ্বজিত মজুমদার, প্রকাশনা সম্পাদক একেএম শাহাজাহান, সাংগঠনিক সচিব ফরহাদ হোসেন, আঞ্চলিক সহকারী পরিচালক হেলাল উদ্দিন পাটোয়ারী ও ইস্রাফিল, কেন্দ্রীয় সদস্য খোরশেদ আলম সোহেল, সুমন শেখ, কপিল উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সাকিল, সাদিয়া চৌধুরী, বোরহান, রুবেল, রাসেল, মিজান, জয়নাল,মেরাজ, জাহাঙ্গীর, রসিদ, রাসেদ, নয়ন, ইমরান, হানিফ, আলি, রবিন, সিহাব, ফয়সাল, আশীষ, ইমরুজ, রাফাত,মামুন, খালেদ, মহিউদ্দিন, লিয়াকত, আসিফ, সম্রাট, ফারুক, শহিদুল, মিম, কাজল, আরোহী, জুলি, জেসি, নিসি, তাহমিনা, মরিয়ম, তামান্না, হামিদা,ইতু, এসা,ফারজানা, ইকরা, ইকবাল, আলফি, ফারিয়া, সাদিয়া, আরজু, হাসান, মোবারক, ইফতেকার, অন্তু, দেলোয়ার, হান্নান, জিয়াউর, খলিল, মাসুম, কাউছার, মইনুদ্দিন, সাইফুল, ইয়াছিন, নুরুউদ্দিন, উজ্জল, কাঞ্চন, শায়লা, জয়া, মেহেরুস, তানজিলা, উর্মি, মনসুরা, মারিয়া, বেলায়েত, সিহাব, শুক্লা, হাবিব, রেজাউল, প্রমি, কামরুন, হাফসা, খালেদ, প্রিয়া, মুন্নি, নাইম, মাহমুদা, নাসির, হুজাইফা, শারমিন, রাব্বি, শিলা বনিক, ও মহসিন কলেজ, চট্টগ্রাম কলেজ, সরকারি মহিলা কলেজ, এনায়েত বাজার মহিলা কলেজ, সিটি কলেজ, হাটহাজারী কলেজ, বিজয় স্বরনী ডিগ্রী কলেজ, হাজেরাতজু ডিগ্রী কলেজ,ব্যারিষ্টার কলেজ, পটিয়া কলেজ, রেলওয়ে পাবলিক কাট্টলী নুরুলহক ,ফৌজদারহাট কেএম, মুসলিম হাই, চট্টগ্রাম সরকারি হাই, সানোয়ারা বালক, সারমন, ছালেহজহুর ও গুলজারবেগম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
র্যালীর উদ্ধোধন করেন কাজী জাকির হোসেন, প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপনী বক্তব্য ও কেক কাটেন চট্টগ্রামের বাউবি প্রতিষ্ঠাতা আঞ্চলিক পরিচালক ফরিদুল আলম।