বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৭:৩১ পূর্বাহ্ন
মোহাম্মদ আবদুল্লাহ, ব্যুরো প্রধান, চট্টগ্রামঃ বন্দর নগরী চট্টগ্রামের জনবহুল এলাকা সাগরিকা রোডস্থ বিসিক শিল্প এলাকা হইতে আফ্রা ফ্যাশন লিঃ এর শ্রমিক নুর জাহান আক্তার সোনালী (২১), গার্মেন্টে যাওয়ার পথে ০১/০৭/২০১৮ইং তারিখে সকাল ৮ ঘটিকায় নিখোঁজ হয়ে দীর্ঘ ৩০ দিনেও উদ্ধার হয়নি।
এই বিষয়ে নুর জাহান আক্তার সোনালীর মা পাহাড়তলী থানায় একটি নিখোজ ডায়েরী করেন। যার নং-২৩৮, তারিখ-০৫/০৭/২০১৮ইং। সোনালীর মা সন্দেহ প্রকাশ করে বলেন হালিশহর থানার ক্যাশিয়ার সাহাবুদ্দিন তার মেয়েকে পাচারের সাথে জড়িত এবং এই সাহাবুদ্দিনের সহযোগিতায় চলছে হালিশহর এলাকায় ৫০-৬০টির মতো পতিতালয়ের অবৈধ ব্যবসা। তার সাথে জড়িয়ে আছে মরণ নেশা, ইয়াবা, গাজা, পেনসিডিল, পেথোডিন, হেরোইন, মদ, বিয়ার সহ ইত্যাদি মাদক ব্যবসা। সাহাবুদ্দিন ভিকটিম এর মাকে বলেছিলেন যেন তাকে দুটি মেয়ে দেওয়া হয়। নুর জাহান আক্তার সোনালীর মা কান্না জড়িত কন্ঠে তার মেয়েকে উদ্ধারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন এবং মাননীয় জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।