শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক, ই-কণ্ঠ টোয়েন্টেফোর ডটকম ॥ আগামীতে আসছে নতুন সিনেমা ‘আয় খুকু আয়’ ২৭ মে মুক্তি পাচ্ছে। এতে শৌভিক কু-ুর পরিচালনায় ছবিতে প্রসেনজিতের মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন দিতিপ্রিয়া। বাবা মেয়ের সম্পর্কের নানা দিক ঘিরেই এগোবে ছবির গল্প।
সিনেমার টিজারেই দজুন দর্শকের প্রশংসা কুড়ান। প্রথমবার প্রসেনজিতের সঙ্গে অভিনয় করতে পেরে উচ্ছ্বসিত দিতিপ্রিয়া। তার ভাষ্য, বুম্বাদাকে ওয়ার্কশপে দেখে আমার এখনই মনে হচ্ছে যেন বাবার সঙ্গে কথা বলছি। ঠিক যেমন নিজের বাবার সঙ্গে কথা বলি।
তিনি আরও জানান, ছবিতে নাচের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই জন্য নাচ অনুশীলন করতে হয়েছে তাকে। ছবিতে প্রসেনজিৎ ও দিতিপ্রিয়া ছাড়াও দেখা যাবে সোহিনী সেনগুপ্ত ও রাহুল দেব বসুকে।