বুধবার, ৩০ Jul ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন ডেস্ক:: দেশের ২৬ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বরিশাল ও ভোলা এবং রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কিছু এলাকায় তা প্রশমিত হতে পারে।
শৈত্যপ্রবাহ কবলিত রংপুর বিভাগের জেলাগুলো হলো- কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী। রাজশাহী বিভাগের জেলাগুলো হলো- বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, নাটোর, রাজশাহী, সিরাজগঞ্জ।
পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিষয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ সকালে চুয়াডাঙ্গা পর্যবেক্ষণাগারে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নওগাঁর বদলগাছী পর্যবেক্ষণাগারে ৬ দশমিক ৮ ডিগ্রি সেরসিয়াস।
ঢাকায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস, গতকাল সকালে যা ছিল ১৩ দশমিক ৯ ডিগ্রি।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও এর সংলগ্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও এর সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এসময়ের মধ্যে হালকা বা গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে।