শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন

২৪ বছরের দাম্পত্য জীবনে ইতি টানলেন সোহেল খান

বিনোদন ডেস্ক:: এবার সংসার জীবনের ইতি টানলেন সালমান খানের ভাই সোহেল খান। স্ত্রী সীমা সচদেব খানের সঙ্গে ২৪ বছরের সংসার জীবনের ইতি টানতে যাচ্ছেন এই অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- শুক্রবার (১৩ মে) আদালতে ডিভোর্সের আবেদনপত্র জমা দেন সোহেল খান। এই ডিভোর্সের সিদ্ধান্ত একেবারেই মিচ্যুয়াল।

দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল সোহেল ও সীমার মধ্যে নাকি খুব একটা বনিবনা নেই। শুধু তাই নয়, নেটফ্লিক্সের ‘দ্য ফ্যাবুলাস লাইভস অব বলিউড ওয়াইভস’ সিরিজে স্পষ্ট হয়েছিল সীমা আর সোহেল আলাদা থাকেন।

১৯৯৮ সালে সীমার সঙ্গে বিয়ের বন্ধনে জড়ান সোহেল খান। তাদের রয়েছে দুই সন্তান, নির্ভান ও ইয়োহান।

খান পরিবারে এই নিয়ে দ্বিতীয়বার বিয়ে ভাঙছে। এর আগে সালমানের আরেক ভাই আরবাজ খান ও মালাইকার ডিভোর্স হয়। সেই ঘটনার ঠিক ৫ বছর পর এবার সোহেল ভাঙলেন তার ২৪ বছর দীর্ঘ দাম্পত্য। তবে এই বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি সোহেল বা সীমা কেউই।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com