সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন

১০ মিনিটে ২০ লাখ টাকার ক্ষতি, রূপগঞ্জে অগ্নিকাণ্ডে ৩ টি দোকান পুড়ে ছাই

নিলয় আহমেদ রাফি,স্টাফ রিপোর্টার : রূপগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি দোকান পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। শনিবার (২৩ মার্চ ) সকাল সাড়ে ৮ টায় ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া বাস স্ট্যান্ড বাজারে এ ঘটনাটি ঘটেছে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে ৮ টায় জাহাঙ্গীর ডাক্তারের ফার্মেসিতে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন ছুটে এসে অতি সফলতার সাথে মাত্র ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় খবর পেয়ে আড়াই হাজার ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়, এবং আশপাশের দোকানগুলো রক্ষা করার জন্য সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে প্রত্যক্ষদর্শীদের দাবি ফায়ার সার্ভিস আসার আগেই বাজারের তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনের ঘটনায় ক্ষতির পরিমাণ জাহাঙ্গীরের ওষুধের ফার্মেসিতে ১০ লাখ, শৈবালের মুদি দোকানে নগদ ৭০ হাজার টাকা সহ মোট নয় লাখ ও রিপনের সেলুনের এক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফার্মেসির মালিক জাহাঙ্গীর ডাক্তার বলেন, আমার পাশের দোকানদার আধুরিয়ার স্বপনের ছেলে শৈবালের মুদি দোকানে দুইদিন আগেও একবার ফ্রিজের লাইনে শর্ট-সার্কিটের স্পার্কিং হয়েছে কিন্তু সে সিরিজের লাইন ঠিক করেনি আমার ধারণা তার এই ফ্রিজের লাইন থেকেই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com