বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক : শীর্ষ পর্যায়ের ফুটবল প্রতিযোগিতায় ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল এখন ৮৯৯টি । আর মাত্র এক গোল করতে পারলেই তার গোলের সংখ্যা হবে ৯০০ । আপাতদৃষ্টিতে এই লক্ষ্য নিয়েই খেলতে নামবেন তিনি । তবে এখানেই থেমে যেতে চান না পর্তুগালের এই তারকা ফুটবলার । এই সংখ্যাকে ১০০০-তে নিতে চান আল নাসর তারকা ।
নিজের ইউটিউব চ্যানেলে একটি সাক্ষাৎকারে ১০০০ গোল করার ইচ্ছে প্রকাশ করেন রোনালদো । তার এই সাক্ষাৎকার নিচ্ছিলেন সাবেক ইংলিশ ফুটবলার রিও ফার্দিনান্ড । সেখানে দারুণ অকপটেই কথাগুলো বলেছিলেন তর্কযোগ্যভাবে বর্তমান ফুটবলের সেরা তারকা ।
রোনালদোর বয়স এখন ৩৯ । নিজের ইচ্ছে পূরণে আরও ২ বছর সময় লাগবে বলে মনে করেন তিনি । রোনালদোর আত্মবিশ্বাস, তার বয়স ৪১ এর কোটায় থাকতে অথবা এর কাছাকাছি থাকতেই ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করতে পারবেন ।
রোনালদো বলেন, ‘আমি ১ হাজার গোলের মাইলফলকে পৌঁছতে চাই । যদি আমার কোনো ইনজুরি না থাকে । কারণ এটি আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ (বিষয়) । আমি চাই যে, আমার জন্য ফুটবলে সেরা মাইলফলক হলো প্রথমে ৯০০ গোল করা । আমার চ্যালেঞ্জ হলো ১০০০ গোল করা ।